Best website hosting service provider in Uttara


Best web hosting service provider

ওয়েবহোস্টিং সম্পর্কে খুব কম মানুষই অবগত। আর ভুল হোস্টিং এর কারনে হতে পারে আপনার কোম্পানির অনেক বড় ক্ষতি 

তাই আগে জানতে হবে ওয়েবহোস্টিং কী?
ওয়েবহোস্টিং হচ্ছে এমন একটি ইন্টারনেট ভিত্তিক সার্ভিস 
যা একটি সার্ভারের মালিকানায় বা ক্লায়েন্টদের দ্বারা ব্যবহারের জন্য লিজের স্থান প্রদান করে, সেইসাথে ইন্টারনেট সংযোগ প্রদান করে বিশেষ করে একটি সাধারন কেন্দ্রে।
আরো একটু সহজ করে যদি বলা হয় তাহলে এরূপ দাঁড়ায়,
একটি ডোমেন নাম, আপনার বাড়ির ঠিকানার মত অন্যদিকে ওয়েব হোস্টিং, আপনি আপনার আসবাবপত্র
যেখানে আপনার ঘরের স্থান আছে অর্থাৎ আপনার বাসার ঠিকানা। রাস্তার নাম এবং এলাকা কোডের পরিবর্তে শব্দ বা সংখ্যা সেট ওয়েবসাইটের নামকরণের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা মোটামুটিভাবে ব্যপারটির সাথে পরিচিত হলাম। আমরা বুঝতে পারলাম যে, ওয়েবসাইট কে বিশ্ব দরবারের কাছে ছড়িয়ে দিতে এবং আপনার ওয়েবসাইটটি সক্রিয়তা প্রদানে ওয়েবহোস্টিং গুরুত্ত অনেক বেশি। এই ক্ষেত্রে উত্তরা হোস্ট হচ্ছে এমন একটি প্রতিষ্টান, যে নাকি বিশ্বস্ততার সাথে ক্লায়েন্ট এর সাথে আছে এবং অক্লান্ত পরিশ্রম এর মাধ্যেমে বিগত আঁট বছর ধরে মানুষের সেবা প্রদান করে যাচ্ছে। ওয়েবসাইটের রক্ষক হিসাবে উত্তরা হোস্ট কাজ করে যাচ্ছে সেই ২০১১ সাল থেকে। আপনি আপনার ব্যবসার সাফল্য তখনই নিশ্চিত করতে পারবেন যখন আপনি একটি বিশ্বস্ত প্রতিষ্টান থেকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস পাবেন। সেই ক্ষেত্রে উত্তরা হোস্ট আপনাদের ওয়েবহোস্টিং এর সুবিধাসহ আপনার ওয়েবসাইটের সকল সমস্যার সমাধান এবং সাইটটির রক্ষনাবেক্ষন সেবা প্রদান করে, যা আপনার ব্যবসার জন্য অনেক উল্লেখযোগ্য।

এছাড়াও আমাদের রয়েছে কিছু রেগুলার অফারসহ নানান সুবিধা।
এই ক্ষেত্রে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি ভিসিট করার জন্য অনুরোধ করছি
আমাদের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.uttarahost.com   যোগাযোগঃ ০১৯৭২ ৯০০ ৯৪৪   


No comments

Theme images by ianmcdonnell. Powered by Blogger.